মেহেদী হাসান।
বিশেষ প্রতিনিধি।
চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ, তারই ধারাবাহিকতায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায়, বেশকিছু মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কাশিমপুর থানা পুলিশ এবং বেশ সাফল্য অর্জন করেছে মাদকের অভিযানে,গতকালও ২৯/০৮/২০২১ ইং তারিখে আনুমানিক রাত ৮ টার সময় গোপন সূত্রের ভিত্তিতে ওসি মাহবুবে খোদা নির্দেশনায়, উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় সঙ্গীয় ফোর্সসহ, কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ড শৈলডুবি এলাকা হতে সঞ্জয় চৌধুরী (২৮) পিতাঃ নারায়ণ চৌধুরী থানাঃ হরিরামপুর, জেলাঃ মানিকগঞ্জ কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০৫০ নগদ টাকা সহ তাকে আটক করে এবং নিয়মিত মামলা রুজু করে, আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়। এ ব্যাপারে ওসি মাহবুবে খোদা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে, এবং কাশিমপুরকে মাদকমুক্ত করতে কাশিমপুর থানা বদ্ধপরিকর।