এম হাসান :
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবদীপ্ত ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ২৩ জুন রাজধানীর সেগুনবাগিচায় জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কচিকাঁচার মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব,এডভোকেট সামসুল হক টুকু, এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সফেন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডাইরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক ড. খান আসাদুজ্জামান। তিনি একাধারে একজন লেখক, গবেষক,কবি ও কন্ঠ শিল্পী।তাঁর লেখা অসংখ্য কবিতা ইতিমধ্যে মানুষের হৃিদয়ে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানের আয়োজক ও প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিশিষ্ট সংগঠক মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন বাকশিল্পী মঞ্জুরুল হক। প্রধান আলোচক ড.খান আসাদুজ্জামান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।