1. admin@kholanewsbd24.com : admin :
কাপাসিয়ায় এফএসএল টি-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ডা: শামসদ্দিন মেমোরিয়াল একাডেমী ক্রিকেট একাদশ - খোলা নিউজ বিডি ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাট্যনীড়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব নাট্য দিবস পালিত বাজার ব্যাবস্থাপনায় স্থানীয় কৃষানীদের নিয়ে মত বিনিময় সভা বঙ্গবন্ধুকে মোশতাকের রাজনৈতিক প্রতিযোগী বললেন আওয়ামী লীগ নেতা পাঁচবিবি ছমিরন নেছা প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোন্তাজ এর উপস্থিতিতে মসজিদ ভাংচুর ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণগেল যুবকের ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাসন্তী পূজা ঠাকুরগাঁওয়ে এক নারীকে মারপিটের অভিযোগের মামলায় ইউপি সদস্য গ্রেফতার চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

কাপাসিয়ায় এফএসএল টি-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ডা: শামসদ্দিন মেমোরিয়াল একাডেমী ক্রিকেট একাদশ

প্রশাসন
  • সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ বার পঠিত

নাজমুল হক
স্টাফ রিপোর্টার।

‘শিক্ষা,ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’’ এই শ্লোগান নিয়ে গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে উপজেলার মধ্যে সবচেয়ে বড় টি-২০ ক্রিকেটের জমজমাট আসর এফএসএল সিজন-৩। ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ফরাজী সুপার লীগ’ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো ডা: শামসদ্দিন মেমোরিয়াল একাডেমী নিউ স্টার কামারগাঁও ক্রিকেট একাদশ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি)খিরাটী এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা চরসনমানিয়া সোনালী ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে কাঙ্খিত জয় তুলে নেয়।

টসে জিতে ডা: শামসদ্দিন মেমোরিয়াল একাডেমী নিউ স্টার একাদশ প্রথমে সোনালী ক্লাবকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়, নেমে ১৮.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান ২৬ বলে ৩০ রান করেন। এছাড়াও দলের পক্ষে ব্যক্তিগত ২২ রান করেন জুয়েল।
নিউ স্টার কামারগাঁও দলের পক্ষে উইকেট পান হৃদয় ৪টি, আরিফ ২টি, জাহিদ ২টি, সিয়াম ২টি। সোনালী ক্লাবের বেঁধে দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নিউ স্টার কামারগাঁও দল ১২৮ রান করে বিজয়ী হয়। সোনালী ক্লাবের পক্ষে উইকেট পান আশরাফুল ২টি, আবু তৈয়ব ১টি উইকেট নেন।

সিজন-৩ এর পরিচালক অপারেশন্স মো: রাকিব উল্লাহ’র সঞ্চালনায় ও ফাউন্ডেশনের কার্যকরী সদস্য এবং ফাইন্যান্সশিয়াল পরিচালক আবু তৈয়ব ফরাজীর সভাপতিত্বে ও ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজীর প্রধান পৃষ্ঠপোষকতায় ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হিরণ মোল্লা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এফএসএল’র উপদেষ্টা জাকির ফরাজী, টি-২০ টুর্নামেন্ট পরিচালনা কমিটির ফাইন্যান্সশিয়াল পরিচালক ও ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের অন্যতম সদস্য আবু তৈয়ব ফরাজী, মিডিয়া ও জনসংযোগ পরিচালক মো: আশিকুল ইসলাম আশিক, রাজনৈতিক উপদেষ্টা আবুল কালাম আজাদ, সোস্যাল মিডিয়া পরিচালক মো: দিদার মিয়া, টিম এন্ড প্লেয়ার ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম আশিক এবং সোস্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর শাহরিয়ার ইসলাম রিফাত।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাকির ফরাজী জানান, শিক্ষা, ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ এই শ্লোগানে সেবামূলক কাজের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন। খেলাধুলা মূলত এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য নয়, ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি মানুষের কল্যাণে সেবামূলক কাজ করা। সমাজের অসহায়,মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করার মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠি তৈরি করা। মাদকমুক্ত ও ভয়াল মরণব্যাধী নেশার ছোবল থেকে উঠতি বয়সের তরুনদের ফিরিয়ে আনতেই গঠন করা হয়েছে ফরাজী সুপার লীগ (এফএসএল)। খেলাধুলা ও সুস্থ ধারার বিনোদনের মাধ্যমেই একমাত্র তরুনদের মাদকের ছোবল থেকে দূরে রাখা সম্ভব।
তিনি আরো জানান, এই ফাউন্ডেশনের লক্ষ্য শুধু ইউনিয়ন ভিত্তিক কাজ করা নয়। লক্ষ্য হচ্ছে সমগ্র উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত। গঠন করা হয়েছে এফএসএল ক্রিকেট একাডেমী। আর এখান থেকে যাতে করে ভালো মানের খেলোয়াড় তৈরী হয়। একটা সময় যেন এই একাডেমী থেকে খেলোয়াড় যেন জাতীয় দলে খেলার সুযোগ পায়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা