মোঃ আবুল বাসার,চীফ রিপোর্টার,নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া অটোরিক্সাসহ চোর সিন্ডিকেটের গডফাদার মোঃ শরীফ প্রকাশ কানা শরীফ (৪০) ও জাকের হোসেন (২৬) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত ৩টা ৩০ মিনিটের সময় কুমিল্লার বুড়িচং থানার ৭ নং মোকাম ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সালেকিন পেট্রোল ফার্মের সামনে থেকে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।
এর আগে কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশ হতে সন্দেহ ভাজন অবস্থায় জাকির হোসেন ও আলেখারচর অভিযান চালিয়ে কানা শরীফকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ শরীফ ফেনী সদর থানার ৫ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তার বিরুদ্ধে মিরসরাই, দাগনভূঞা, ফেনীসহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। আসামী জাকির হোসেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা বালিয়াকান্দি কাজী বাড়ির মৃত মোহাম্মদ মাহবুবুল্লাহ মাবুলের ছেলে। তার বিরুদ্ধে ফেনীর দাগন ভূঞা থানায় ৩ টি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবত একটি চোর চক্র কোম্পানীগঞ্জ থেকে অটোরিক্সা চুরি করে মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে, দীর্ঘ প্রচেষ্টার পর কুমিল্লা মডেল থানার সহায়তায় চোর চক্রের গডফাদার শরীফ ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশি স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।