বাবুল হোসেন মুক্তাগাছা
ময়মনসিংহ প্রতিনিধি
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ গ্রামের মরহুম মজিবুল হক (হক্কের) ৩য় ছেলে সজিব হোসেন (২৫) বসত ঘরের অব্যবহৃত কক্ষে গলায় ফাঁসি দিয়ে আত্মাহত্যা করে।
সরেজমিনে তদন্ত ও পুলিশের ভাষ্যমতে জানা যায়, ব্যবসায়ী সজীব হোসেন মৃত্যুর পূর্বে তার লেখা চিরকুটে “অমুক অমুক আমার কাছে টাকা পায় বলে উল্লেখ করে। এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চাইলে
তিনি বলেন,আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনারস্থল পরিদর্শনন পূর্বক প্রাথমিক ভাবে প্রতীয়মান হয় যে,সজীব হোসেন দেনার দায়ে আত্মহত্যা করে। তিনি বলেন, নিহতের বড় ভাই দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাসরত জিয়ার স্ত্রী শাপলা আজ সকালে গৃহস্থালি কাজে পাশের রুমে গেলে সজীবের ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, রাত ৮ঃ৩০ থেকে শেষ রাতের মধ্যে যেকোন সময় ঘটনা ঘটতে পারে।
পরিবার সদস্যদের অনুরোধে মানবিক কারণে পুলিশ সুপার মহোদয়ের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে দাফন সম্পন্ন করার অনুমতি দেই। সজিবের আত্মহত্যায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।