………..ইমরুল হাসানঃ স্টাফ রিপোর্টার
অদ্য ২৪/০১/২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা “খ” সার্কেলের এক অভিযানিক দল দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা মেইন রোড এলাকার শেখ মুজিবর রহমান(৩৯) ওরফে মজি কাকা পিতা মৃত শেখ আফসার হোসেন এর বাড়িতে বিকাল ৪.৩০ ঘটিকায় তল্লাশি করে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ-সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। এসংক্রান্তে শেখ মুজিবর রহমান(৩৯) ওরফে মজি কাকা এর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও অবৈধ মাদক রাখার অভিযোগে পরিদর্শক জনাব আতাউর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় দুইটি মামলা দায়ের করেন।