ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ ডিসেম্বর আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সহিদুল ইসলাম গোপন সংবাদে ভিত্তিতে নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা নয়ারহাটের আব্দুর জব্বার আলী দেওয়ানের ছেলে জুমুর আলী দেওয়ান(৫০) এবং নয়ারহাট চাকুলগ্রামের বাছের এর ছেলে মোহাম্মদ আওলাদ (৩০)।
এরা দীর্ঘ ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে সাভার আশুলিয়া বিক্রি করে আসছিলো।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গত কয়েক দিন ধরেই ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে। যারাই মাদকের ব্যবসা করুক তাদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। সোমবার দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানার হস্তান্তর করা হয়েছে।