মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনতে ক্রিকেট অনুশীলনের আয়োজন করে ইউনাইটেড গোল্ডেন সিটিজেনস ফাউন্ডেশন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়। মূলত, প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য এই প্রশিক্ষণের উদ্দেশ্য প্রতিবন্ধীদের একঘেয়ে জীবন থেকে কিছুটা আনন্দ নিয়ে আসা।
২ দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, লালমনিরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান। ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, তারকা ক্রিকেটার আবু রায়হান, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য রাশেদুজ্জামান মিলু, আনিছুর রহমান লাডলা, জেলা প্রশিক্ষক জিকরুল ইসলাম ফাতেমা প্রমুখ। দৈনিক প্রথম আলো প্রতিবেদক আবদুর রব সুজন, আইসিআরসি প্রশিক্ষক মনিরুজ্জামান, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায়, লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, সাপ্তাহিক সম্পাদক মাসুদ রানা রাশেদ, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবুল মাল আবদুল মুহিত প্রমুখ। প্রশিক্ষক তফিকুল ইসলাম তমালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মডারেটর হলেন সাপ্তাহিক আলো মনি-এর নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।
উল্লেখ্য, ২ দিনের এই ক্যাম্পেইনে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশ নেন।