নাজমুল হক
স্টাফ রিপোর্টার।
“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বির্নিমাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ ডিসেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় গাজীপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক গাজীপুর মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান জেলা প্রশাসক গাজীপুর।
স্বাগত বক্তব্য রাখেন এস. এম আনোয়ারুল করিম উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর।
এ সময় প্রত্যান্ত এলাকার প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মোবাইল রিহ্যাবিলাইটেশন থেরাপি ভ্যান উদ্ধোধন করেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ৮৬ টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৫ লাখ ৯৬ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।