রফিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল) ঃ
সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় টাঙ্গাইলের সখীপুরে বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে আজ ৫ আগস্ট শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, অফিসার ইন-চার্জ মোঃ রেজাউল করিম,কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন ,বিআরডিবি চেয়ারম্যান কে বি এম রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা সমীরন কুমার সাহা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।