কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে সোনারপুর থানা এলাকায় বন হুগলীর চেয়ারি পাড়ার গনেশ মালিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও গোলাবারুদ। যার মধ্যে রয়েছে একটি ডি বি বি এল বন্দুক। একটি এস বি বি এল বন্দুক ও একটি ডবল ব্যারেল ইমপ্রভাইজভ। একটি পাইপ গান। ছয় চেম্বার ইমপ্রভাইজভ। ছয় রাউন্ড তাজা কার্তুজ। এবং ছয়টি ১২,বোরের, গুলি। একটি তলোয়ার পাওয়া গেছে। ধৃত গনেশ মালিক কে বারুইপুর জেলা এ ডি জি এম আদালতে তোলা হবে এবং পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানা গেছে।।