এস এম নুরুন্নবী কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলায় পূনরায় বন্যার নমুনা দেখা দিয়েছে, উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়ন, বেগম গুঞ্জ ইউনিয়ন, সাহেব এর আলগা ইউনিয়ন, বজরা থেতরাই ও দললিয়া ইউনিয়নে পূনরায় বন্যার আশংকা দেখা দিয়েছে এদিকে চিলমারীর ব্রম্মপুত্রে পানির বৃদ্ধি।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিদর্শন কালে দেখা যায় আগের তুলনায় বতর্মান পানির পরিমাণ অনেক বেশি। যা জনসাধারণের মনে ভয়ের আশংকায় ফেলেছে, সরজমিন এ কয়েকজন এর সাথে কথা বলে তথ্য পাওয়া, এই তো কয়েক দিন হল এক বন্যার রেস কাটতে না কাটতে আবারো বন্যার সম্ভবনা, না জানি কপালে কি রেখেছে আল্লাহ। পূনরায় পানি বৃদ্ধিতে বন্যা কবলিত অসহায় মানুষের হাহাকার কি হবে এবার? ঘরে তো মোদের কিছু নেই মজুদ খাবার। তারপর তো গরু ছাগলের জ্বালা খড় পাতা কিছুই তো নাই এলা।সর্বপরি বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের একটাই চাওয়া চিরস্থায়ী বাধ নির্মাণ।যার ফলে আমাদের কে যেন বার বার বন্যার আগ্রাসনের শিকার হতে না হয় এ বিষয় পানি উন্নয়ন বোর্ড কতৃক চির স্থায়ী সমধান চাই।