মোঃ বেলায়েত হোসেন বাবু:রংপুর প্রতিনিধিঃ
আজ ৩১ জুলাই (রবিবার) সন্ধায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক সংগঠক ওয়াদুদ আলীকে রংপুর প্রেস ক্লাব এর ৩য় তলায় তার নিজ অফিসে মানবাধিকার কর্মীরা ফুলদিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ এজাজ আহম্মেদসহ সভাপতি তারিকুজ্জামান তারিক,সাধারন সম্পাদক মোঃবেলায়েত হোসেন বাবু,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল আমীন,প্রচার সম্পাদক মোঃ সাজু মিয়া সহ প্রমুখ। সিনিয়র সাংবাদিক সংগঠক ওয়াদুদ আলী তিনি.দৈনিক আমাদের সময় পত্রিকার রংপুর ব্যূরো প্রধান,সাবেক রংপুর প্রেসক্লাবের পর পর দু’বারসহ ৩ বার সাধারণ সম্পাদক এবং পর পর ৩ বারসহ মোট ৫ বার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও সংগঠক ওয়াদুদ আলী রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আন্দোলনের সফল রূপকার ও সংগঠক। এছাড়া তিনি রংপুর কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ছলেন, রংপুর রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রংপুর পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য,রংপুর মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন রামবা’র উপদেষ্টা, রংপুর বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা, জ্ঞানগৃহ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য,উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি রংপুর।নূরপুর-মহাদেবপুর ঐক্য যুব সংঘের উপদেষ্টা, রংপুরের সাবেক প্রগতিশীর ছাত্রনেতা ও সংগঠকসহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।