রফিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)ঃ
টাঙ্গাইলের সখীপুরে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের ও বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ানো হয়।
চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক ড. আতাউল গণি ও সদস্যদের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম শপথ বাক্য পাঠ করান। গত ১৫ জুন উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গজারিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন (আ,লীগ), দাড়িয়াপুর ইউনিয়নে আনছার আলী আসিফ (আ.লীগ) চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি ইউনিয়নের ১৮জন সদস্য (মেম্বার), ৬জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন। ইউএনও ফারজানা আলম ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু উপস্থিত ছিলেন।