মুবিনুল হুদা চৌধুরী সোহাইল। সিনিয়র রিপোর্টার কক্সবাজার।
রনি চৌধুরীকে সভাপতি ও সুমন কান্তি দাসকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম চকরিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হলো।
২৩ জুলাই ২০২২ ইং তারিখ শনিবার বিকাল ০৫:০০ মিনিটের সময় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কক্সবাজার জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড চকরিয়া উপজেলা কমিটি ঘোষনা করা হলো।
কক্সবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতি নাজির হোছাইন বাহাদুর ও সাধারণ সম্পাদক মুবিনুল হুদা চৌধুরী সোহাইল যৌথ স্বাক্ষরিত চকরিয়া উপজেলা কমিটি অনুমোদনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হলো। উক্ত চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদনপ দেওয়া হল।
এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কক্সবাজার জেলা সদর সেলে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হল। উক্ত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড চকরিয়া উপজেলা কমিটি ঘোষণার প্রাক্কালে জেলা কমিটির নেতৃবৃন্দরা বলেন পুর্নাঙ্গ কমিটি করার সময় খেয়াল রাখতে হবে যাতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম তথা নাতিপুতিরা ছাড়া বাইরের অন্য কেউ যেন কোনভাবেই তালিকাভুক্ত হতে না পারে। যদি কোনভাবে অমুক্তিযোদ্ধা পরিবারের কেউ তালিকাভুক্ত হয় তার দায়ভার উপজেলা কমিটির একমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদককে বহন করতে হবে।
এবং মুক্তিযোদ্ধা পরিবারের চেতনা বাস্তবায়ন ও মানব কল্যানে সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে হবে।
উক্তি চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম আংশিক কমিটিতে সদস্যরা হলেন-
১. সভাপতি রনি চৌধুরী ২. সিঃ সহসভাপতি আবুল মনসুর মোঃ মহসিন ৩. সহসভাপতি ফজলুল কাদের কাজল ৪. সাধারণ সম্পাদক সুমন কান্তি দাস ৫. যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ মিরান ৬. সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ৭. সদস্য নেয়ামত উল্লাহ, ৮. সদস্য আবুল কালাম