সোঃবেলায়েত হোসেন বাবু;রংপুর:
রংপুরে হত্যা মামলার তিন আসামী এখন কারাগারে। গত বুধবার দুপুরে হাজিরা দিতে আসলে হত্যা মামলার মূল আসামী সাইদুল ইসলামসহ তিন আসামীকে মহামান্য আদালত কারাগারে প্রেরণ করেন।
মামলা ও বাদি পরিবার সূত্রে জানা যায়,রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মালতলা ভবানীপুর, ০৬ নং কাফ্রিখাল গ্রামের আতিয়ার রহমান ও মনজিলা বেগমের নাতি আমিনুর গত ০৭/১২/২০২১ ইং তারিখ দুপুরে ছাগল মাঠে বাধিঁয়া বাড়ি আসার পথে ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে, পড়শি একই পরিবারের সাইদুল ইসলাম, সাহেব আলী, সুফিয়া বেগম, চম্পা বেগম, ইয়াসমিন। আমার নাতির উপর হামলা চালায়। এমতাবস্থায় পর্যায়ক্রমে তারা এগিয়ে যায়, পরে তাদের ভাইজতা সোহানুর এগিয়ে আসলে সকলের উপর আসামীগন হামলা চালায়। ঠিক সে সময় তাদের ছেলে মজনু মিয়া সেখানে আসলে তারা মজনুর উপর লোহার পাইপ দিয়ে হামলা চালায়। আঘাতে মজনুর মাথা ফেটে যায় ও গুরুতর রক্তাক্ত হলে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করাই। রংপুর মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যু বরণ করে। পরে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত করে সত্য রিপোর্ট পেশ করে কিন্তু আসামীদের গ্রেফতার না করার কারণে পরিবারটি সংবাদ সম্মেলন করে ও ন্যায় বিচার কামনা করে।
ঠিক সে সময় গত বুধবার দুপুরে মূল আসামী সাইদুল ইসলামসহ তিন আাসামী আদালতে হাজির হলে মহামান্য আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অপর আসামী দুজোন হলেন ইয়াসমিন ও সুফিয়া বেগম।
এ ব্যপারে মজনুর বাবা, মা সন্তুষ্ট প্রকাশের পাশাপাশি সংশয় প্রকাশ করে বলেন, তারা যদি জাবিন পায় তবে আমাদের ক্ষতি করবে। তাই আমরা চাই তাদের জাবিন যেন না হয়, পাশাপাশি ছেলেকে তো ফেরত পাবোনা তাই তাদের শাস্তির মাধ্যমে যেন আমাদের আত্বার শান্তি হয।