রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)ঃ
টাঙ্গাইলের সখীপুরে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
একদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফরমান আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মু. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতির সভাপতি সানোয়ার হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন জাপার সভাপতি আবদুল জলিল প্রমুখ।
অপরদিকে পুলিশ পাহাড়ায় একই দিনে সকাল ১১টায় স্থানীয় ডাকবাংলো হলরুমে নব্যঘোষিত উপজেলা ও পৌর কমিটি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করে। উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রেজাউল করিম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা,উপজেলা কমিটির সদস্য সচিব আয়নাল হক সিকদার, পৌর কমিটির আহবায়ক মোঃ আজহারুল ইসলাম,সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
সখীপুর থানা ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।