মুবিনুল হুদা চৌধুরী সোহাইল জনপ্রতিনিধি, কক্সবাজার।
আমার প্রাণপ্রিয় ও ধর্মপ্রাণ
মুসলমান দেশবাসী এবং বিদেশের মাটিতে বসবাসরত প্রবাসী ভাই/বোন, আত্মীয়- স্বজন, রাজনৈতিক নেতাকর্মী-বীরমুক্তিযোদ্ধা পরিবার, কৃষক-শ্রমিক, বন্ধু- বান্ধব বিশেষ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আসুন
মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সবাই মিলে নিজ অবস্থান থেকে
ত্যাগের মহিমায় উৎসর্গ করি, আল্লাহর নৈকট্য অর্জনে নিজের প্রিয় প্রাণীটাকে কোরবানির মাধ্যমে এবং
পবিত্র ঈদুল অাজহাকে সামনে রেখে৮ সবার কোরবানি যেন হয় অন্যের প্রতি লালিত
নিজের হৃদয়ে হিংস্রতা-ক্রোধ, গীবত-সমালোচনা, বেপরোয়া-অসদাচরণ, রাজনৈতিক
প্রতিহিংসা- ঘৃনা , হানাহানি- সন্ত্রাসী ও প্রতিনিয়ত সমাজে সংগঠিত ইভটিজিং- মাদক কারবারি, তথা ভয়ংকর ও ঘৃণিত যা ইসলাম কখনো সমর্থন করেনা, যুবসমাজের অবক্ষয়ের একমাত্র কারন হিসেবে চিহ্নিত মরণ নেশা মদ, গাঞ্জা , হিরোইন ইয়াবা-আইসকে চিরতরে সামাজিক ভাবে
প্রত্যাখ্যান করি এবং সমাজকে প্রতিনিয়ত সুস্থ/সুন্দর রাখার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মধ্যদিয়ে ইসলামি শরীয়ত বিরোধী অন্যতম কঠিন মুহুর্ত যা আমাদের সারাজীবনের এবাদতকেও গ্রাস করে জমি ও সীমানা বিরুধীয় দখলদারির মতো জঘন্যতম অপরাধকে জীবন থেকে চিরতরে বলি দিয়ে সুস্থ সমাজ ও সুন্দর দেশ গড়ি।
শুভকামনায়-
মুবিনুল হুদা চৌধুরী সোহাইল (সাংবাদিক)
সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখা।
ও
সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা উত্তর শাখা।