মোঃ আবুল বাসার,চীফ রিপোর্টার,নোয়াখালী
ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ, ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধাদ্বন্দ্ব। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ যুগ্নআহবায়ক সাইফুল্যাহ(খসরু) তিনি চরজুবিলী ইউনিয়ন বাসীসহ দেশবাসী ও প্রবাসী সকলকেই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাইফুল্যাহ খসরু বলেন, ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য আনন্দের, তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ টুকু ভাগাভাগি করার আহ্বান জানান।
তিনি আরো বলেন ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
ঈদুল আযহার ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়।আমরা যেন প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি।প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন, আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা ও ভালো রাখেন।
সাইফুল্যাহ (খসরু) নোয়াখালীর ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরম করুনাময় আল্লাহ,তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।