রিপোর্টার
রংপুর ক্রিকেট একাডেমির আয়োজনে রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায়, টি-২০ ক্রিকেট লীগ,
রংপুর আজকের খেলায় বড়দরগা ক্রিকেট একাডেমি প্রথমে টছে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।জুম্মাপাড়া ক্রীড়া সংস্থার বলাররা প্রথম থেকে তাদের ব্যাটিং কে বিধস্ত করে দেয় যার ফলে বড়দরগা তেমন বড় সংগ্রহ করতে পারে না।এসময় জুম্মাপাড়া ক্রীড়া সংস্থা হয়ে ফয়সাল আরাফাত ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ ইউকেট তুলে নেয় ফলে তাদের সংগ্রহ দ্বারায় ২০ ওভারে ১০৯ রান ৯ উইকেট।১১০ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দারুন সুচনা করে দিয়েছিল জুম্মাপাড়া ক্রীড়া সংস্থার অপেনার মুসা ও অনি।কিন্তু মাঝে ২ওভারে ৩উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় জুম্মাপাড়া ক্রীড়া সংস্থা। এরপর সেখান থেকে দলকে বলতে গেলে একাই শেষ পযন্ত খেলে জয় ছিনিয়ে এনে দেয় কাদির মীর্জা সাছিল।সে দলের হয়ে সর্বচ্চ্য ৩২বলে ৪৩ রান করে দলকে জয় প্রান্তে এনে আউট হলেও শেষে ফরসাল আরাফাত ও রনি শেখ দলকে ৪ উইকেট হাতে রেখে জয় এনে দেয়।
স্করবড়দরগা ক্রিকেট একাডেমি-১০৯/০৯ ২০
জুম্মাপাড়া ক্রীড়া সংস্থা -১১০/৬ ১৯.২