রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন বিপুল ভোটে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দোয়া ও কর্মী সমাবেশ এবং ১৫ মণ দুধের শিন্নি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২ জুলাই) শনিবার বিকেলে ওই নির্বাচিত ইউপি চেয়ারম্যানের গ্রাম উপজেলার ইছাদিঘীতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৮ (বাসাইল -সখীপুর)আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
আলোচনা সভায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, সখীপুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বোয়ালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাঈদ আজাদ ও বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।