মোঃ আমিরুল ইসলাম,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তারের নেতৃত্বে এবং সকল শিক্ষক ও শিক্ষিকার সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিউল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আল-আমিন হোসেন,নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল বাশার।
আন্তঃ শ্রেণি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠানটি চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে।
ক-গ্রুপে প্রথম খেলায় অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণী (ছাত্র) ও নবম শ্রেণির (ছাত্র) এদের মধ্যে ১০শ্রেণি ছাত্ররা নবম শ্রেণীর ছাত্রদের ০১ গোলে পরাজিত করে দশম শ্রেণীর ছাত্ররা বিজয় লাভ করেন।
খ-গ্রুপে দ্বিতীয় খেলায় নবম শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করেন।
নবম শ্রেণির বিজ্ঞান ০৩ গোলে এগিয়ে দশম শ্রেণীর বিজ্ঞান ০২ গোলে পরাজিত হয়।
খেলাটির যৌথভাবে পরিচালনা করেন,মোঃ হাবিবুর রহমান লিটন ও এনামুল হক।##
মোঃ আমিরুল ইসলাম,
শাহজাদপুর সিরাজগঞ্জ
মোবাইলঃ০১৬৭৩-০৭৩৭৯২
তারিখঃ২.৭.২২