শেখ শিবলী রাজশাহী ব্যুরোঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ।
বুধবার ২৯ জুন সকালে রাজশাহী কলেজ চত্বরে নগরী অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হাসান (নাঈম) সহ মহানগর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।