নিজস্ব প্রতিবেদকঃ এস আর টুটুল এম এল।
গত তিন দিন থেকে নিখোঁজ স্কুল ছাত্র নদী-সরদার। আজও খোঁজ মিলেনি তার। যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের মোহন সরদারের ছেলে, স্কুল ছাত্র কিশোর নদী সরদার (১৩) নিখোঁজ হয় গত সোমবার বিকালে। নিখোঁজ কিশোর এর মা’ রাধা সরদার ও বাবা মহোন সরদার বরাত দিয়ে মামা- সংবাদকর্মী সজীব মন্ডল জানান, গত সোমবার বাড়ি থেকে নদী সরদার (১৩) তার বন্ধু সহপাঠী ইয়াছিন (১২) এর সাথে বের হয়। কিন্তু দিনশেষে সন্ধ্যা নেমে আলেও, তার বন্ধু ইয়াছিন বাড়ি ফিরে আশলেও নদী সরদার বাড়িতে ফিরে আশেনি। তার মা- বাবা আত্মীয় স্বজনরা বিভিন্ন আত্মীয় স্বজনরাদের বাড়িতে ও এলাকায় খোজাখুজি করে তার সন্ধান পায়নি। নদী সরদার কেশবপুর উপজেলার বড়েঙ্গা সম্মেলন বিদ্যাপীঠ এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। কশোটির পরনে ছিল, হলুদ গেঞ্জি, আর পরনে কালো ধরনের প্যান্ট ও পায়ে কালো জুতা। এ বিষয়ে যশোর কেশবপুর থানায় সাধারণ জিডি করা হয়েছে। তার মা রাধা সরদার কিশোরটির সন্ধান চেয়ে এই মোবাইল (০১৮৭৬৬৪১৮৩৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।