রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র শামীম আল মামুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । আজ ২৫ জুন শনিবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ২৩ জুন দুপুর ১২ টার দিকে সখীপুর- ঢাকা সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্মে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
নিহতের বড় ভাই সুমন আহমেদ জানায়, ২৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার ছোট শামীম আল মামুন ও তার বন্ধু মিলে মোটরসাইকেল যোগে নলুয়া বাজার হতে নিজ বাড়ি বোয়ালী আসার পথে আড়ালিয়া পাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ২৫ জুন শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে পরিবার পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।