রাজশাহীর (তানোর) প্রতিনিধি; এস আর টুটুল এম এল।
পদ্মা সেতুর উদ্বোধন) বাংলাদেশের জন্য গৌরবোজ্জ্বল এক ঐতিহাসিক দিন, সারা বিশ্বের চোখ এখন পদ্মার পাড়ে একটি স্বপ্নের উন্মোচন হল। রাজশাহী-৫২’ তানোর, গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ সদস্য ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।
🇧🇩 🎎আমরা র্গবিত আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী সাহসী পদক্ষেপে আজ দেশ ও জাতি পেয়েছে স্বপ্নের পদ্মা সেতু। যে সেতু অভাবে
১। ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মা’কে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি?
২। ২/৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি?
৩। কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি?
৪। সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচাঁ সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি?
৫। প্রচন্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খোজে না পাওয়া বাবা-মা জানে পদ্মা সেতু কি?
বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের শারথি দেশ ও জাতির সুখপাখি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তণয়া দেশরত্ন শেখ হাসিনা নামে সুখ-পাখিটিকে আমাদের যত্ন করতে হবে।
✌ জয় বাংলা ✌ জয় বঙ্গবন্ধু ✌