জাহিদ হাসান জিহাদ।।
সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সবাইকে। এরইমধ্যে যে যার মতো নেমে পড়েছেন বন্যার্তদের সহায়তায়।এবার সেই তালিকা জায়গায় করে নিলেন গাজীপুর জেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের উপহার সামগ্রী কয়েক হাজার বন্যা কবলিত পরিবারের কাছে পৌঁছে দেন তারা। মঙ্গলবার সকাল থেকেই শুকনা খাবার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করে তারা।
এসময় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি উপহার সামগ্রী অসহায় বন্যার্তদের মাঝে পৌঁছে দিচ্ছি। আমাদের একটু সহযোগিতায় তারা একটু ভালো থাকতে পারবে এটাই আমাদের চেষ্টা। আমদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত বন্যায় পানিবন্দি হয়ে থাকবে অঞ্চলগুলোর মানুষেরা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। একই সঙ্গে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।