সাহাজুদ্দিন সরকার
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২০২২/২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা হল রুমে ১০ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,উপজেলা প্রকৌশলী বিপ্লব দাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম,
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা সকল দপ্তরের কর্মচারী কর্মকর্তা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।