রায়গঞ্জ প্রতিনিধিঃ রিদয় আহাম্মেদ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতীতে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ সম্পন্ন করলো এক কলেজ ছাত্রী।
(মোঃ কায়সার আহমেদ সুমন) বয়স (২১) পিতা মোঃ আলাউদ্দিন আকন্দ
মাতা মোছাঃ সুমনা বেগম
গ্ৰাম দোওভোক।
(বর্ণা তালুকদার )
বয়স (১৯) পিতার যুধিষ্ঠি তালুকদার
মাতা শিখা রানী তালুকদার
গ্ৰাম ইসলাদিগর।
আলাউদ্দিনের পুত্র কাওসার আহমেদ সুমনের সাথে দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল।
দুইটি পৃথক ধর্মের প্রেমিক-প্রেমিকা প্রেমের মূল্য দিতে গিয়ে গত ১৮-১১-২০২১ইং তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে মোছাঃ (বর্ণা তালুকদার) সনাতন ধর্ম ত্যাগকরে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর গত ২১-১১-২০২১ইং তারিখে তারা এবিড-ডেবিট এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
২০ জুন ২০২২ইং তারিখ রোজ সোমবার মধ্যরাতে পিতা যতিষ্টি তালুকদারের বাড়ী থেকে প্রেমিক কাওসারের হাত ধরে অজানার পথে পাড়ি জমায়।