নিজেস্ব প্রতিবেদকঃ এস আর টুটুল এম এল ল।
আজ (২০ জুন) সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কতৃক আয়োজিত, রাজশাহি অঞ্চলে টেকসই একুয়াকালচার উন্নয়নের গবেষণায় সমস্যা ও সমাধান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে ডঃ মোঃ হারুনর রশীদ পরিচালক piu বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল’ এর সভাপতিত্বে অনুষ্ঠিত একুয়াকালচার উন্নয়নে গবেষণার সমস্যা ও সমাধান শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ডঃ আজিজ জিলানী চৌধুরী, সদস্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিচালনা পর্ষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ডঃ জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শাহেদ আলী ডিপুটি ডাইরেক্টর ডিপার্টমেন্ট অব ফিসারী রাজশাহী।
অনুষ্ঠানের প্রারাম্ভে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ আজিজুল হক, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ডঃ শমশের আলী।
গবেষণামূলক কর্মশালায় গুরুত্বপূর্ণ তথ্য চিত্র তুলে ধরেন ডঃ মোঃ ইয়ামিন আহমেদ ডঃ ডেভিড রিন্টু দাস, প্রফেসর ডঃ তরিকুল ইসলাম।
রাজশাহী অঞ্চলের সম্ভাবনাময় নতুন ক্ষেত্র পুষ্টিগুন সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল স্পিরুলিনার সফল উদ্যোক্তা হিসাবে তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রভাষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা সদর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, রাকিবুল হাসান সরকার পাপুলকে আমন্ত্রণ জানানো হয়।
এ গবেষণা মূলক কর্মশালায় বক্তারা উপকূলীয় এলাকার বাইরে লাল পোড়া মাটির ঐতিহাসিক বরেন্দ্র ভূমি তানোরে রৌদ্র তপ্ত পোড়া মাটিতে পুষ্টিগুন সম্পুর্ন (সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা) চাষ করায়, প্রভাষক রাকিবুল হাসান সরকারকে ধন্যবাদ জানান ও উৎসাহিত করেন এবং সরকারিসহ এনজিওর সহযোগিতা পেলে এখাতটি বেকারত্ব দুর করে বৈদেশিক মুদ্রা-অর্জনে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তারা অভিমত প্রকাশ করেন!
উক্ত টেকসই একুয়াকালচার গবেষণা ও উন্নয়নের সমস্যা ও সমাধান শীর্ষক দিনব্যাপী কর্মশালায়, দেশের গবেষনা প্রতিষ্ঠানের দেশবরেণ্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পুর্ন গবেষকদের সাথে সারাদিন বিভিন্ন গবেষনা মূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন, তানোর এর কৃষক ও কৃষিতে অনন্য দৃষ্টানস্থাপন কারি গবেষক, প্রভাষক রাকিবুল হাসান সরকার পাপুল।
তিনি সবার নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার সহায় হন, দীর্ঘ সফল জীবন দান করেন-আমিন।