সাদেকুল ইসলাম:
ময়মনসিংহের মুক্তাগাছায় বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সিলগালাসহ জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মুক্তাগাছা থানা পুলিশ।
সোমবার দুপুরে এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবাদান ও বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে পৌর শহরে অবস্থিত মুক্তাগাছা মডেল ক্লিনিক এবং আরোগ্য ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। সেই সাথে উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা
করে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে
বলেন চিকিৎসা সেবার মান সুসমুন্নত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সেই ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা করা হয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে।