নিজেস্ব প্রতিবেদকঃ এস আর টুটুল এম এল:
রাজশাহীর তানোর উপজেলার ৭নং চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে ২০২২ ও ২০২৩ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা এবং স্থানীয় নাগরিকদের সাথে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত মতবিনময়সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে (২০-জুন) সোমবার বেলা ১১-৩০ মিনিটে, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে, আনোয়ার হোসেন দুলাল এর সঞ্চলনায় ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে বাজেট ঘোষনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ২ কোটি ১১ লক্ষ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বাজেটে ২ কোটি ১১ লক্ষ ৭ হাজার টাকা সাম্ভাব্য আয় ও ২ কোটি ৬৬ হাজার ৫৭৬ টাকা সাম্ভাব্য ব্যয় নির্ধারন করা হয়। বাজেটে ৫৪ হাজার ৪২৪ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
উক্ত ২০২২-২০২৩ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও স্থানীয় নাগরিকদের সাথে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার কোরবান আলী, ২ নং ওয়াড মেম্বার সিরাজুল ইসলাম, ৫ নং ওয়াড মেম্বার নিজাম উদ্দিন ৪ নং ওয়াড মেম্বার লতিফুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার ফেরদোসী বেগম, তহমিনা বিবি ৬ নং ওয়াড মেম্বার সুরমান, ইউনিয়ন পরিষদ সচীব ওয়াকিল শেখ, শিক্ষক মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম (মন্টু) এছাড়াও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।