মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন কোরবানির ঈদ।এই ঈদকে সামনে রেখে খামারি মোঃ রবিউল ইসলাম বিক্রির জন্য প্রস্তুত করেছেন ২টি বিশাল দেহের গরু।নাম দিয়েছেন ক্যাপটেন ১ও ক্যাপটেন ২।
ক্যাপটেন ১ এর ওজন ১৫শত কেজি আর ক্যাপটেন ২ এর ওজন ১৩ শত কেজি। হলষ্টান ফ্রিজিয়ান জাতের বীজ থেকে এই ষাঁড় গরুর দেওয়া হয়েছে জন্ম। লম্বায় ৮ফুট আর উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স তিন বছর। এই গরু ২টিকে নড়াইলের সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন গরুর মালিক মোঃ রবিউল ইসলাম।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের খামারি গরুর মালিক মোঃ রবিউল ইসলাম জানান,উন্নত হলষ্টটান ফ্রিজিয়ান জাতের এই গরু ২ টি।
অনেকটা সখ করেই বিশাল দেহের ষাঁড়টির ২টির নাম দিয়েছেন ক্যাপটেন 1 ও ক্যাপটেন 2। এই গরু ২ টি এখন হয়ে উঠেছে নড়াইল জেলার অন্যতম আকর্ষণীয় কোরবানির পশু।
কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য অনেক যত্ন করে ক্যপটেন 1 ও ক্যাপটেন 2 বড় করেছেন। নিজ বাড়িতে ৭০ মণ ওজনের এই ফ্রিজিয়ান প্রজাতির দুইটিনষাঁড় পালনে করে চমক দেখিয়েছেন তিনি। এই ষাঁড়কে প্রতিদিন দানাদার খাবার খড় ও ঘাস ছাড়াও খৈল ভুষি, ভাতের মার, খুদি খাওয়ায়ে বড় করেছেন খামারি মোঃ রবিউল ইসলাম।
এই গরুর ২টির মতো বড় ষাঁড় গরু নড়াইলের আর কোথাও নেই ধারণা করা হচ্ছে।তার বয়স ও ওজনের ওপর ভিত্তি করে ক্যাপটেন 1 এর দাম চেয়েছেন ১৫ লাখ টাকা। ও ক্যাপটেন 2 এর দাম চেয়েছেন ১৩ লাখ টাকা।তবে আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। আগ্রহী ক্রেতাগন যোগাযোগ করতে বলেন রবিউল ইসলাম।এদিকে গরু ২ টিকে দেখতে ভির জমায় শত শত মানুষ।
মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি।
০১৭১৬৭৯৭৮৫৯
১৮/০৬/২০২২