মোঃ আবুল বাসার,চীফ রিপোর্টার,নোয়াখালী
শনিবার (১৮জুন) রাত ৮টার সময় উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজার থেকে তাদের আটক করা হয়। জানা যায়, আটককৃত হিজড়ারা সকলেই পুরুষ৷
সন্ধ্যায় বাজারে কালেকশন করার সময় একটি দোকানে স্থানীয় এক হিজড়ার তথ্য অনুযায়ী জনতা গণপিটুনি দিলে তারা দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের দোকানে আশ্রয় নেয়৷ পরে সেখানে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ আটককৃতদের পুলিশে সোপর্দ করবে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য,আটকের বিষয় টি নিশ্চিত করেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।
আটককৃত ভূয়া হিজড়ারা হচ্ছেন লক্ষীপুরের সদর উপজেলার শাহীন (১৮), হৃদয় (২০) ও শামীম (২৪) এবং নোয়াখালী সদর উপজেলার প্রান্ত (২১)৷ এসব ছেলেরা ছোট বেলা থেকেই হিজড়া সেজে নিয়মিত বাজার কালেকশন করতো বলে জানাই তারা৷
এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে অন্য বাজারে স্থানীয় একা নামের ১ হিজড়াকে ভূয়া হিজড়ারা গণপিটুনি দেয়৷ তাকে ভূয়া হিজড়া সাজাতে সাদা স্টাম্পে স্বাক্ষর ও নেয় তারা৷
পরে থানার হাট বাজারে কালেকশন করেছে খবর পেয়ে একা (হিজড়া) এলাকার কিছু যুবককে খবর দিলে৷ এলাকাবাসী তাদেরকে আটক করে৷ গণপিটুনি দেওয়ার পর তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷
এ বিষয়ে চরজব্বার থানার এস আই সালাহউদ্দিন (চরওয়াপদা ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা) জানান, তারা খবর পেয়েছেন৷ দ্রুত তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হবে৷