স্টাফ রিপোর্টারঃ মোঃ নুর সাইদ ইসলাম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের আওতায়
নওগাঁ জেলাধীন ধামইরহাট উপজেলার ১ নং জোনের জোনাল অফিসার মোঃ শাহাবুদ্দীনের তৎপরতায় চলছে ধামইরহাট পৌরসভা ও ৪ নং উমার ইউনিয়নের জনশুমারি ও গৃহগণনার কাজ।
বাংলাদেশে এই প্রথম ডিজিটাল জনশুমারি আয়োজন চলছে, যা ১৫ জুন থেকে শুরু হয়েছে। ২১ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নং জোনের জোনাল অফিসার মোঃ শাহাবুদ্দীন ধামইরহাট উপজেলার,ধামইরহাট পৌরসভা ও ৪নং উমার ইউনিয়নের সকল সুপারভাইজার ও গৃহ-গননাকারীগনের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এ সময় তিনি গণনাকারী ও সুপারভাইজারগণকে সঠিক তথ্য পূরণের পরামর্শ দেন।সেই সাথে কোন খানা যেন গণনা থেকে বাদ না পরে এবং কোন খানা যেন একাধিকবার গণনাভুক্ত না হয় সে বিষয়ে গণনাকারীদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
৮৮ জন সুপারভাইজার ও ৫০৯ জন গণনাকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরলস প্রচেষ্টায় ধামইরহাট উপজেলার ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলমান রয়েছে।
আমি আমার সকল ভলেন্টিয়ার ও গননাকারীর উপর সন্তুষ্ট। গণনাকারী সঠিক সময়ে গণনা এলাকায় অবস্থান করেন এবং গণনা কার্য সম্পন্ন করেন এবং বাসায় ফিরে আসেন।
সাত দিনব্যাপী এই জনশুমারি ও গৃহগণনা কাজ চলবে, আশা করা যায় ধামইরহাটের সকল জনসাধারণ এই জনশুমারির আওতাভুক্ত হবেন।
তার সকল সুপারভাইজার গণনাকারীদের সুস্বাস্থ্য কামনা করেন।।।