কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
প্রায় দুইশত বছরের ঐতিহ্য বহন করে আসছিল এ পুরনো গাছটি l
তৎকালীন উলিপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে এবং বর্তমান বণিক সমিতির হল রুমের পাশেই অবস্থিত এ বৃক্ষটি l
আজ শুক্রবার ১৭ জুন সকাল সাতটার দিকে উপরে পড়ে যায় l কোন রকম ঝড়ো বাতাস না থাকলেও টানা বৃষ্টিতে গাছটির গোড়ায় পানি জমে গাছের গোড়ার মাটি নরম হয়ে যায় l ফলে গাছটির উপরের ডালপালা ভারী হওয়ায় ভারসাম্য ধরে রাখতে পারেনি l উপরে পড়ে যায় ll
এসময় উলিপুর বাজারের টিনশেড দিয়ে তৈরি ছোট ছোট সাত-আটটি দোকান ঘর চাপা পড়ে l এরমধ্যে চারটি দোকান ঘর একেবারেই মাটির সাথে মিশে যায় l দোকানিদের দেখা না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি l রাত্রিতে দোকানে কেউ অবস্থান না করায় প্রাণে বেঁচে যায় অনেকেই l
গাছের গোড়া সংলগ্ন একটি টিনের ঘরে বসবাস করছিলো একটি পরিবার l সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটায় কোন হতাহতের ঘটনা ঘটেনি ll