নির্বাসন
শেখ নাজিফাহ ইসলাম
আমিও চলে যাবো একদিন নির্বাসনে,
খুঁজিতে হবে আমায় প্রতিটি মানুষের মনে।
নির্বাসিত হবো আমি চল-চঞ্চলতার ভীড়ে,
খুঁজিবে আমায় পাখিদের নীড়ে।
নির্বাসিত হবো,
আমি নির্বাসিত হবো,
পাখিদের ভীড়ে আকাশে উড়ে উড়ে যাবো।
পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াবো,
হাজারো পাখির মাঝে হারিয়ে যাবো।
আমি হারিয়ে গেলে নির্বাসনতার মাঝে,
খুঁজে নিও আমায় পাখির সাজে সেজে।
অনন্ত আকাশে রবে চেয়ে,
হয়তো তুমিই থাকবে আমার অপেক্ষায় পথিক বেশে।