নাছির উদ্দীন (কুতুবদিয়া)
তারিখ ১৬/৬/২০২২
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যােগ নিয়ে দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশানা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন/২২) কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং উপজেলা ডেভেলপমেন্ট প্রোগ্রামার জামাল উদ্দিন (ইউ,ডি,এফ) সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তি, গনমাধ্যম ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,, বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে। উক্ত কর্মশালায় ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার স্বাগত বক্তব্য রাখেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি ছাত্রেনতা আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফাহিম হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহকারি প্রোগ্রামার নুরুল আমিন।
প্রধানমন্ত্রীর শত শত প্রোগ্রামের মধ্যে ১০টি উদ্ভাবনী প্রোগ্রামের উপর গুরুত্ব দিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ভাবনী প্রোগ্রামের মধ্যে ঃ-
০১,পল্লী সঞ্চয় ব্যাংক নিজস্ব পুঁজি গঠন ও বিনিয়োগে কৃষি উৎপাদন বৃদ্ধি,
০২, আশ্রায়ন প্রকল্প, ভূমিহীন/ গৃহহীন,হতদরিদ্র মানুষের আশ্রয়,
০৩, ডিজিটাল বাংলাদেশ জনগনের দোরগোড়ায় অনলাইন রাষ্ট্রীয় সেবা,
০৪, শিক্ষা সহায়তা কর্মসূচী,বিনা মূল্যে পাঠ্যবই /উপবৃত্তি,জাতীয় করণ,আইটিনির্ভর,
০৫, নারী ক্ষমতায়ন, অংশগ্রহনের সুযোগ,বৈষম্য দুর, বাল্য বিবাহ নিরোধ,
০৬,ঘরে ঘরে বিদ্যুৎ, নবায়নযোগ্য পরমানু বিদ্যুৎ,
০৭, কমিউনিটি ক্লিনিক,শিশুর মানবিক বিকাশ,
০৮, সামাজিক নিরাপত্তা কর্মসূচী,জীবনচক্র ভিত্তিক নিরাপত্তা।
০৯,বিনিযোগ বিকাশ,অবকাঠামো,বিনিযোগ সহায়কনীতি,
১০, পরিবেশ সুরক্ষা, জীব বৈচিত্র সংরক্ষণ,জলবায়ু পরিবর্তন তহবিল।
এছাড়াও স্থানীয় সমস্যা,অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন মডেল হিসেবে পদ্মা সেতু,শতভাগ বিদ্যুতায়ন,মহামারি করোনা টিকায় সফলতা, উপকূলের জেলে সম্প্রদায়ের প্রনোদনা, বিধবা কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতা, চাকুরীজীবিদের মাতৃত্বকালীন ভাতা, ক্যান্সার রোগীদের এককালীন আর্থিক অনুদান, কর্মহীন নারী পুরুষের ১০০ দিনের কর্মসূচীসহ শত শত প্রকল্পের কথা উঠে আসে।