নাজমুল হক
স্টাফ রিপোর্টার।
আগামী ১৫ ই জুন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ১নং ভারড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ।১নংইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নির্বাঢন করেছেন মোহাম্মদ ওমর আলী মোরগ মার্কা প্রতীক নিয়ে ।সরেজমিনে নির্বাচনী এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় যে, ওমর আলী একজন সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থী । সাধারণ ভোটাররা বলেন ওমর আলী আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য ও সুপরিচিত ।তাকে আমরা নির্বাচিত করতে পারলে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হবে ,যেকোনো কাজ তার দ্বারা আমরা করতে পারবো ।মেম্বার প্রার্থী ওমর আলী বলেন জনগণ যদি আমাকে মোরগ মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি ৭নংওয়াডকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ডিজিটাল ওয়ার্ড পরিনত করব। তাই ৭নং ওয়ার্ডের জনগণের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ আগামী ১৫তারিখে মোরগ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।