নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ (৪জুন) শনিবার বেলস ১১ টার সময় তানোর গোল্লাপাড়া বাজার আ’লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে, দক্ষিণে মেডিক্যাল মোড় ও উত্তরে উপজেলা মোড় প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়।
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্বসহ শ্লোগান দেন, তানোর এর কৃতী সন্তান, স্থানিয় সাংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম।
বিশিষ্ট সমাজ সেবক ও তানোর পৌরসভায় মেয়র পদে আ’লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় আ’ লীগ নেতা আলহাজ্ব আবুল বাসার সুজন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল কাশেম ও রাম কমল সাহা, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন,
বাধাঁইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, সৌনিক লীগ সভাপতি বদিউজ্জামান নয়ন, কলমা ইউপি ছাত্র লীগ নেতা মোর্শেদুল মোমেনিন রিয়াদ, পঙ্কজ হালদার ও মাহাবুর রহমান ওরফে মাহাম প্রমুখ।
এসময় তানোর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার ৮১ টি ওয়ার্ড যুবলীগ নেতা কর্মি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।