বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) কৃষি আধুনিকায়নের লক্ষে সংস্থার উপকারভোগী কৃষকদের মাঝে ৬৯টি অটোস্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে পৌর শহরের বেলডাঙ্গায় সংস্থার অফিস চত্বরে এই অটোস্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।
নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের সচেতনতা মূলক সভায় সংস্থার লিগ্যাল প্রমোটর সেবাষ্টিয়ান হেব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংস্থার ক্রেডিট কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক, পৌরসভা ঐক্যমত গ্রাম উন্নয়ন পরিষদের সভানেত্রী শিরিন আকতার, বুচকী গ্রাম উন্নয়ন পরিষদের সভানেত্রী প্রমিলা বাস্কে প্রমূখ।
এসময় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) কর্মকর্তা-কর্মচারীসহ সংস্থার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।