সোহেল রানা (শাওন), কক্সবাজার জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পেকুয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা, হাজার হাজার ছাত্রের সুস্থ মস্তিষ্কের অধিকারী অভিভাবক এহতেশামুল হকের পরিচালনায় পেকুয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে পেকুয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে পেকুয়া বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা প্রদক্ষিণ শেষে আবারও পেকুয়া আওয়ামী লীগ অফিসে এসে সমাবেত হন।
আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান ওয়ারেছি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সাদ্দাম, আবুল হাশেম রানা, সাজিদ, সাকিব ও সোহেল রানা (শাওন) সহ আরো অনেকে।