কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
এবার পশ্চিম বাংলার হাই মাদ্রাসা পরিক্ষায় প্রথম স্থান অধিকার করেন মালদাহ জেলার রতুয়া বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিকা খাতুন। তার বাবা ঝালমুড়ি বিক্রি করে ছেলে ও মেয়েদের শিক্ষিত করে। শত অভাব ও অনটনের মধ্যে দিয়ে তাদের লেখাপড়ার ছেদ পড়েনি। সারিকা খাতুন যে পশ্চিম বাংলার হাই মাদ্রাসা পরিক্ষায় প্রথম হবেন তা কেউ ভাবতে পারেন নি। তার সাফল্য অর্জন গোটা মালদাহ জেলায় খুশির হাওয়া এনে দিয়েছে। তার রতুয়া বটতলা আদর্শ হাই মাদ্রাসা শিক্ষক ও ছাত্র এবং ছাত্রীরা খুশিতে আত্মহারা। সারিকা খাতুন কে অভিনন্দন জানিয়েছেন মালদাহ জেলার লোকসভার সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং মালদাহ জেলার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি জনাব আবুল হাসেম খান চৌধুরী। তিনি সারিকা খাতুনের পড়াশোনার ভার নিতে চান। সেই সাথে মালদাহ জেলার তৃনমূল দলের সভানেত্রী এবং ভারতের রাজ্যে সভার সদস্য মৌসুমি নূর তার পাশে দাঁড়িয়েছে। সারিকা খাতুন চান তিনি পরবর্তীতে একজন চিকিৎসক হতে চান। তার উচ্চশিক্ষা লাভের জন্য সবধরণের সহায়তা করবে পশ্চিম বাংলার সরকার।।