মোঃ আবুল বাসার,ষ্টাফ রিপোর্টার,নোয়াখালী
নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেল ৪টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ ছানা উল্যা বি,কম এর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী সহ জেলা, উপজেলা আ,লীগ যুবলীগ সেচ্ছা সেবকলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।