মোঃ মাজেদুল ইসলাম,জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়ন এর দক্ষিণ সাজিমারা গ্রামের টল্লা মিয়া , রসুল আলী ,হায়দার আলী ও তালেব আলী মানববন্ধনে বলেন আমাদের দাবি আমাদের পৈত্রিক সম্পতি ১একর ১৭ শতাংশ ইসলামপুর উপজেলা কাছিমারচর মৌজার আগুনের সাকিনস্থ ১৭৬নং খতিয়ানভুক্ত বি,আর,এস,আরো,ও,আর রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন যাবৎ জমি আমাদের দখলে ছিল কিন্তু গত ছয় মাস হল একই গ্রামের একদল ভূমিদস্যু লাঠিয়াল বাহিনী সাজু, লালু, সুজা ও বাচ্চু গং দের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁরা তাঁদের লাঠিয়াল বাহিনী দ্বারা জোরপূর্বক ভাবে বেগুনের টাল ও অন্যান্য সবজি বাগান নষ্ট করে জমি দখল করে নেয়, এ নিয়ে ইসলামপুর থানায় আমরা অভিযোগ করি এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছে নালিশ দেই,চেয়ারম্যান মেম্বার ও এলাকার মুরব্বি মাতাব্বর উভয় পক্ষকে ডেকে কাগজ দেখতে চাইলে আমরা আমাদের রেকর্ড ভুক্ত কাগজপত্র দেখাতে সক্ষম হই, কিন্তু তারা অবৈধভাবে দখলকৃত জমির কাগজপত্র না দেখিয়ে বিভিন্ন তালবাহানা করেছে কোন কাগজপত্র দেখাতে পারে নাই,অন্যথায় তারা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, জোরপূর্বক ভাবে আমাদের জমি দখল করে রেখেছে আমরা জমিতে যেতে চাইলে গুম খুনের হুমকি দেয়। প্রশাসনের কাছে অনুরোধ আমাদের নামে রেকর্ডকৃত পৈত্রিক সম্পত্তি কাগজ দেখে আমাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ রইলো৷