শরীয়তপুর প্রতিনিধি
জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে চানমিয়া হাওলাদার (৯০) নামে এক লোক দীর্ঘদিন ধরে খুব কষ্ট করে তার স্ত্রীর জহুরা বেগম (৬০) কে নিয়ে খুব কষ্ট সহ সংসার করে যাচ্ছেন। এই কষ্টে থাকা পরিবারকে জেনো দেখার নেই কেউ।
চানমিয়া হাওলাদার (৯০) জানান, আমার এক মেয়ে ও দুই ছেলে, মেয়ে সখিনা (৪৫) তাকে ঢাকা বিয়ে দিয়েছি, বেশ কিছুদিন পর তার জামাই মারা যায়। খুব কষ্ট করে যে চাকরি করে ও নিজেই চলতে পারে না। বড় ছেলে আব্দুল কুদ্দুস(৩০) ও ছোট ছেলে স্বপন(২৫) দু’জনেই ভ্যান গাড়ি চালায় তারা এখন বিয়ে করে আলাদা নেয়না কোন খোঁজ, খুব কষ্ট করে চলছে আমাদের জীবন।
জহুরা বেগম (৬০) জানান, চানমিয়া হাওলাদার (৯০) আমার স্বামী খুব কষ্ট করে আমাদের সংসার চললেও কারো কাছে হাত পাততে দেননি, মাঝে মাঝে কিছু গ্রামবাসী কিছু অর্থ সহায়তা দিয়ে যায়। তা নিয়ে টুকটাক করে চলে আর আল্লাহর দিকে তাকিয়ে থাকি। আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই আমাদেরকে কোন সরকারি একটু সহায়তা দেওয়া যায়। কত ভালো ভালো মানুষ সরকারি সহায়তা পায়, কিন্তু আমারা কষ্ট থেকেও পাইনা।
স্থানীয় লোকজন জানান, মাঝে মাঝে আমরা মিলে কিছু সহায়তা করি, কিন্তু এই পরিবার কখনো কারো কাছে হাত পাততে দেখিনি। অনেক আগে চানমিয়া হাওলাদার (৯০) মাথায় ফেরি করে বিস্কুট বাদাম এবং মুরুলি পান ইত্যাদি বিক্রি করতো। এখন বয়সের ভারে সেই কাজগুলো আর করতে পারে না, তাই সংসারটি খুব কষ্টে জীবন যাপন করছে। তার সন্তানরা কোনো খোঁজখবর নেয়, ভরণপোষণ দেয় না। এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) কামরুল হাসান সোহেল বলেন, আমি জানতান না। আপনার মাধ্যমেই জেনেছি। তাকে সকল ধরনের সুবিধা প্রদান করা হবে।