রায়গঞ্জ (প্রতিনিধি)
মোঃ রিদয় আহাম্মেদ লিমন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ইচলাদিগর মৌজার ভূঁইয়াগাঁতীতে গাছের বাগানে পঁচে যাওয়া লাশ উদ্ধার। নিখোঁজের ৬ দিন পর রাশিদুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রের গাছের সাথে হাত ও গলা বাঁধা অর্ধগলিত মরদেহ বাঁশ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ইসলাদিঘর গ্রামে অচিন্ত তালুকদারের বাঁশ বাগান থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। নিহত রাশিদুল ইসলাম রায়গঞ্জ থানার ধামাইনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা লাশটি বাঁশ বাগানে দেখতে পেয়ে সলঙ্গা থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে রায়গঞ্জ থানায় লাশ হস্তান্তর করে।