এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলার মহারাজপুরে
গভীরাতে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির খবর পাওয়া গেছে । গত-২১/৫/২০২২-শনিবার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রামের লিটন স্বর্ণকারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি লিটনের পরিবারের সদস্যরা বলেন,আমরা বাড়ির সব লোকজন আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়,সেই কারণে রাতে বাড়িতে লোকজন না থাকায় গভীর রাতে আমাদের বাড়িতে থাকা নিজের এবং কাস্টমারের অলংকার বানাতে দেওয়া গয়না গাঠি জিনিস পত্র,বাড়িতে ঢুকে বাড়ির তালা ও লকার ভেঙে একটি সিতাহার এক জোড়া কানের ঝুমকা ছোট বড় ১৪ টি আংটি সহ মোট ২৫ ভরি স্বর্ন ২০,ভরি চাঁদি প্রায় দুই বস্তা কাঁসার থালা বাটি একটি এলইডি ২৪ ইঞ্চি টিভি সহ মালামাল যার আনুমানিক মূল্য – ২৫ লক্ষ টাকার জিনিস পত্র এবং নগদ একলক্ষ টাকাচুরি করে নিয়ে যায় । এ ঘটনার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান.ঘটনা স্থলে পুলিশ গিয়ে তদন্ত চলছে। তদন্তের পরে জানা যাবে কে বা কারা এ ঘটনায় জড়িত,তাদের শনাক্তে কাজ চলছে।তাদের কে চিহ্নিত করে অপরাধী যেই হোক না কেনো,দোষীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে। এছাড়া এলাকা বাসির অনেক মানুষের অভিযোগ এই ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির উৎপাত বেড়ে যাওয়ার কারনে চুরি ছিনতাইয়ের মতো অনেক অপরাধ মূলক কাজ বেড়ে গেছে বলে উল্লেখ করেন এলাকা বাসি।