শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে নিজ ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) দিবাগত রাতে নয়ন মাদবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ গ্রাম্য দলাদলীকে কেন্দ্র করে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরের কান্দি এলাকায় শের আলী মাদবরের সাথে আনোয়ার বেপারীর বিরোধ চলে আসছে। তাদের দুই পক্ষের সমর্থকদের মাঝে মামলাও চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে শেরআলী মাদবরের সমর্থক সোলেমান ফকির ও পারিবারের সদস্যরা নিজ বাড়িতে না থাকলেও নিজ বাড়িতে আগুন দিয়ে প্রতিপক্ষ আনোয়ার বেপারীর সমর্থকদের মামলা দিয়ে হয়রানি করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি, আগুন নিড়াতে গেলে আনোয়ার বেপারীর সমর্থকদের গালিগালাজ করে এবং বোমা ফুটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে আনোয়ার বেপারীর সমর্থক আলামিন সহ অনেকেই বলেন, শের আলী মাদবরের সমর্থকরা নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের ফাঁসানোর পায়তারা করছে। আমরা নির্দোষ। আমরা তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।অপরদিকে বারবার চেষ্টা করেও শেরআলী মাদবরের সমর্থকদের বক্তব্য পাওয়া যায়নি।এব্যাপারে নড়িয়া থানার ওসি মাহবুব আলম সুমন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।