এম এম মামুন, রাজশাহী ব্যুরো : রাজশাহীর তানোরে হেরোইন সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৯ মে বিকেল ৪টার দিকে তানোর পৌর এলাকার মাসিন্দা এলাকায় হেরোইন সেবনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপি’র কাসারদিঘি গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন শাওন (২৫), পাঁচন্দর ইউপি ছাত্রলীগ নেতা ভাতপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান (২৮) ও তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার বাসিন্দা আলতাবের পুত্র হিরোইন খোঁর আকরাম হোসেন লিটন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লায় লিটনের বাড়িতে তারা হেরোইন সেবন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাড়াও দুইজনকে আটক করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অাসামিদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।